ব্যুরো রিপোর্ট: এনসিবি জানিয়েছে ক্রুজে মাদককাণ্ড ঘিরে যে সমস্ত তথ্য উঠে আসছে, তা যেন শার্লক হোমসের কাহিনির মতোই পরতে পরতে নয়া মোড় নিয়ে এগিয়ে চলেছে। এদিকে, তদন্তের বাইরের একটি ঘটনা নিয়েও বেশ তোলপাড় বলিউড। এনসিবি যে রাতে ক্রুজে তল্লাশি চালিয়েছে, সেখানে আরিয়ান,
আরবাজকে এনসিবির টিমের সঙ্গে ‘এসকর্ট’ করে নিয়ে যেতে দেখা গিয়েছে এক বিজেপি কর্মীকে। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এই নিয়ে সরবও হয়েছেন। তারপরই ওই বিজেপি কর্মী মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক প্রশ্ন তুলেছেন, মাদককাণ্ডে এনসিবির তল্লাশির টিম যখন আরিয়ান ও আরবাজদের নিয়ে এনসিবির মুম্বই অফিসে ঢুকছে, তখন তাঁদের সঙ্গে সঙ্গে কেন দেখা গেল এক বিজেপি কর্মীক? এক ছবিতে দেখা গিয়েছে, বিজেপি কর্মী মণীশ ভানুশালী আরবাজ মার্চেন্টের পাশে দাঁড়িয়ে তাঁকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন।
প্রশ্ন উঠছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর টিমের সঙ্গে কেন একজন বিজেপি কর্মী থাকবেন? এর উত্তরে বিজেপি কর্মী মণীশ ভানুশালি মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।আমি বিজেপি কর্মী’, একথা স্পষ্ট জানিয়েছেন মণীশ।
একইসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি বিজেপির কোনও নেতার সঙ্গে কথা বলিনি এখনও পর্যন্ত। আমি আমার ও আমার পরিবারের পুলিশ প্রোটেকশন দাবি করছি।’ একই সঙ্গে তিনি জানান, দেশের সাধারণ নাগরিক হিসাবে তিনি মাদক সংক্রান্ত রেভ পার্টির খবর পেতেই তা এনসিবিকে জানান।
সেই সূক্র ধরে তল্লাশি চলে বলে তিনি জানিয়েছেন। মণীশ জানান, এনসিবির কাছে অল্প তথ্য ছিল। বাকি তিনি যোগ করেন বলে জানান।মণীশ জানিয়েছেন আরিয়ানদের ওই ক্রুজে যখন তল্লাশি চলছিল,তখন তিনি সেখানে ‘প্রত্যক্ষদর্শী’ হিসাবে উপস্থিত ছিলেন।
তিনি এও জানিয়েছেন যে সেই দিন তিনি যে এনসিবির অফিসারদের সঙ্গে তল্লাশি দলের সঙ্গে ছিলেন। এর সঙ্গে , মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের অভিযোগের জবাব দিয়ে, মণীশ জানান , গোটা বিষয়টিরে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, এনসিবির মাদক তল্লাশিতে বিজেপি কর্মীর উপস্থিতি নিয়ে রীতিমতো তোলপাড় হতে শুরু করেছে পরিস্থিতি। এই অবস্থায় মণীশ ভানুশালী জানিয়েছেন যে,
তিনি ওই প্রমোদ তরীতে যে শাহরুখ খানের চেলে আরিয়ান থাকবেন , তা তিনি আগে থেকে জানতেন না। সমীর ওয়াংখেড়ের সমর্থনে গিয়ে মণীশের দাবি, এই এনসিবি অফিসার যা করেছেন তা যথার্থ ও সঠিক কাজ।