খিদিরপুর ও বেহালা এলাকার সমস্ত দোকানে বাংলায় নাম ফলকের দাবি করে স্মারকলিপি বাংলা পক্ষের

খিদিরপুর ও বেহালা এলাকার সমস্ত দোকানে বাংলায় নাম ফলকের দাবি করে স্মারকলিপি বাংলা পক্ষের

ব্যুরো রিপোর্ট:  বাংলা পক্ষের কলকাতা জেলা কমিটির পরিচালনায় দক্ষিণ কলকাতার বেহালা এবং খিদিরপুর এলাকার সমস্ত দোকানে আবশ্যিক ভাবে বাংলায় নাম ফলক লেখার বিষয়ে দাবি জানিয়ে এলাকার ব্যবসায়ী সংগঠনগুলিতে স্মারকলিপি প্রদান করা হলো।


বাংলা পক্ষের তরফে দাবি করা হয়েছে ৮৬ শতাংশ বাঙালির রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সমস্ত দোকানে আবশ্যিক ভাবে বাঙালয় নাম ফলক বা সাইন বোর্ড রাখতে হবে।

এই প্রসঙ্গে সংগঠনের তরফে কলকাতা পুরসভার “বাণিজ্যিক অনুজ্ঞা পত্র” বা “ট্রেড লাইসেন্স”-এর প্রতিলিপি তুলে ধরে ব্যবসায়ী সংগঠনগুলিকে কলকাতা পুরসভার এই নিয়মটির কথা মনে করিয়ে দেয়।সংগঠনের সদস্যরা ১৪ আগস্ট শনিবার খিদিরপুর ও বেহালা এলাকার ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে,

এই বিষয়টি সম্পর্কে অবহিত করে। সংগঠনের তরফে বলা হয়েছে, কলকাতা পুরসভার এই সংক্রান্ত নিয়ম থাকলেও দেখা যাচ্ছে কল্কার বিভিন্ন দোকানের নাম ফলকে বাংলায় দোকানের নাম লেখা থাকছে না। পশ্চিমবঙ্গের প্রধান সরকারি ভাষা বাংলা হলেও রাজ্যের রাজধানী শহরে এই দৃশ্য প্রায় সব অঞ্চলেই কমবেশি দেখা যায়।

এই বিষয়ে পুরসভার তরফে জরুরি ভিত্তিতে নজরদারি দরকার বলে সংগঠনের সদস্যরা মত প্রকাশ করেছেন। তারা আরও জানিয়েছেন ব্যবসায়ীদের সংগঠনগুলি তাদের সদস্যদের নিশ্চয় এই বিষয়ে অবহিত করবেন বলে তাদের আশা। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

ব্যবসায়ী সংগঠন গুলির তরফে এই বিষয়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে মত বাংলা পক্ষ সংগঠনের সদস্যদের। আগামী দিনে তারা কলকাতার প্রতিটি এলাকার ব্যবসায়ী সংগঠন, দোকান , বাজার সমিতিকে এই বিষয়ে সচেতন করবে সংগঠনের তরফে জানানো হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *