আইফেল টাওয়ারের চূড়া ছুঁতে পারেন মেসি, মঙ্গলবারই হতে পারে দুই বছরের চুক্তি

আইফেল টাওয়ারের চূড়া ছুঁতে পারেন মেসি, মঙ্গলবারই হতে পারে দুই বছরের চুক্তি

ব্যুরো রিপোর্ট:  লিগার আর্থিক নিয়মের জেরে মেসির সাথে চুক্তি ভঙ্গ বার্সেলোনার। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানা যায় লিওনেল মেসির জন্য নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চান নেইমার।

নিজের জীবনের এক বিরাট বড়ো অধ্যায় শেষ করে অন্য ক্লাবের পথে পা বাড়ানোর কথা বারবারই সামনে আসছিল মেসির।

বার্সেলোনার বদলে তিনি কোন ক্লাবের পথে পা বাড়াবেন সে বিষয়ে কথা উঠলে বারবারই উঠে আসছিল প্যারিস সাঁজা ও ম্যানচেস্টার সিটির নাম।

তবে এই লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল প্যারিস সাঁজা। যার ফলে, সমর্থকদের মধ্যে পিএসজি কে নিয়ে শুরু হয় জোর জল্পনা।

এই জল্পনাকে আরো উস্কে দেয় , সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট। তিনি জোর গলায় বলছেন, মেসিকে নেওয়ার জন্য শুধুমাত্র পিএসজিই নাকি আগ্রহ প্রকাশ করেছে।

যার ফলে মেসির এজেন্টের মাধ্যমে আপাতত দুই বছরের জন্য তাঁকে সই করানোর কথা ভাবছে পিএসজি। তবে দুই বছরের চুক্তি থাকলেও সেখানে চুক্তি বৃদ্ধির ও অপশন দেওয়া থাকবে আর্জেন্টাইন তারকার কাছে।

সূত্রের খবর, আগামী মঙ্গলবারই নাকি প্যারিসের আইফেল টাওয়ারের সামনে এলএম টেনের পিএসজি তে আসার কথা ঘোষনা করতে চলেছেন খোদ কাতারের খলিফা হামাদ।

এবং এই চুক্তি অনুযায়ী নাকি বছর প্রতি ৪০ মিলিয়ন ইউরো পেতে চলেছেন মেসি। তাই, নেইমারের পাশে মেসিকে দেখাটা যে শুধু সময়ের অপেক্ষা তা বলাই যায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *