ব্যুরো রিপোর্ট: করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ৩১ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী এখনও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে, ট্রেন না চললেও, রাতের দিকে মেট্রো পরিষেবা আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার থেকে রাত আটটার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ন’টায়। তবে এই নতুন নিয়ম জারি করা হয়েছে শুধু উত্তর-দক্ষিণ মেট্রো শাখার ক্ষেত্রে।
এর আগে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শুক্রবার থেকে কলকাতায় চলবে ১১৪ জোড়া মেট্রো চলবে। অর্থাৎ আপ-ডাউন লাইনে মোট চলবে ২২৮টি মেট্রো। এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১৫০টি মেট্রো।