এবার থেকে রবিবারও চলবে মেট্রো, কারা পাবে পরিষেবা?

এবার থেকে রবিবারও চলবে মেট্রো, কারা পাবে পরিষেবা?

ব্যুরো রিপোর্ট:  করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা। মেট্রো পরিষেবার সময়সূচী সোম থেকে শনি আগেই বাড়ানো হয়েছিল। এবার রবিবার পর্যন্ত করা হল মেট্রো পরিষেবা।

আগামী ২৯শে আগস্ট থেকে সোম-রবি পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত শুধুমাত্র তারাই পাবেন এই পরিষেবা ।

তাছাড়া মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে শনিবার বাড়ানো হবে মেট্রোর সংখ্যা। সেদিনও কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই পরিষেবা পান।

মেট্রো রেল সূত্রে খবর, রবিবার মোট ৭৬টি ট্রেন চলবে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে এই পরিষেবা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।

১০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। পাশাপাশি শনিবারও বাড়ছে মেট্রো পরিষেবা। ১৭২টি স্পেশ্যাল মেট্রো চলবে ওই দিন। জানা যাচ্ছে আট মিনিটের ব্যবধানে চলবে সেদিন মেট্রো।

তবে ওই দু’দিনই সাধারণ যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রো পরিষেবা পাবেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *