ফের কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় জঙ্গিরা, তা রুখতে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা

ফের কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় জঙ্গিরা, তা রুখতে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা

ব্যুরো রিপোর্ট:  জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে সশস্ত্র জঙ্গিরা। সোমবার এমনটাই জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে।

যা রোখার জন্য তৎপর রয়েছে সেনা। ইতিমধ্যে কাশ্মীরের নানা প্রান্তে তল্লাশিও শুরু করেছে ভারতীয় সেনা। এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশ বলে জানা গিয়েছে সেনা সূত্রে।

জানা গিয়েছে, শনিবার এই অনুপ্রবেশের চেষ্টা হয়। এর পরেই সোমবার থেকে উরি সেক্টরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

পাঁচ বছর আগে ২০১৬ সালে ১৮ সেপ্টেম্বর উরিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৯ জন ভারতীয় সেনা। তবে নতুন করে জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় সজাগ রয়েছেন জাওয়ানরা।

অবশ্য ইতিমধ্যে বেশ কিছু জঙ্গি নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দার সূত্র মারফত।

কিন্তু জঙ্গিদের সন্ধান এখনও মেলেনি। তাঁদের খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে ভারতীয় জওয়ানরা।

উরিতে জঙ্গি প্রবেশ নিয়ে লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে বলেছেন, ‘উরিতে অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে অভিযান চলছে।

সেখানে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমরা জঙ্গিদের খোঁজার চেষ্টা চালাচ্ছি।‘

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *