কোভিড টিকা নিয়ে কোটিপতি মহিলা!

কোভিড টিকা নিয়ে কোটিপতি মহিলা!

ব্যুরো রিপোর্ট:  জনগণকে কোভিড টিকা নিতে উৎসাহদানে কোথাও কোথাও নানা পুরস্কারের আয়োজনও করা হচ্ছে সরকারি বা বেসরকারি উদ্যোগে। তেমনই উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।এক প্রতিবেদনে দাবি করা হয়েছে,

সেখানে কোভিড টিকা নিতে দেশবাসীকে উৎসাহ দিতে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল সরকার। ‘দ্য মিলিয়ন ডলার ভ্যাক্স অ্যালায়েন্স’ নামে একটি লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে।

ওই প্রতিবেদন অনুযায়ী টিকা নেওয়ার পর সেই লটারি খেলায় অংশ নিয়েছিলেন ৩০ লক্ষ মানুষ। তাতে অংশ নিয়েছিলেন জোন ঝু নামে এক মহিলাও।জোন জানান, টিকা নিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। খেলায় অংশ নিয়েছিলেন ঠিকই, কিন্তু অতশত আর ভাবেননি।

টিকা নেওয়ার ঠিক পর দিনই তাঁর কাছে ফোন যায়। জোনকে বলা হয়, আপনি কোটি টাকা জিতেছেন।১০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪০ লক্ষ টাকা) জিতেছেন জোন।

তিনি জানিয়েছেন, এই টাকা দিয়ে তিনি পরিবারের জন্য উপহার কিনবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন। তিনি আরও জানিয়েছেন, সীমান্ত খুলে দিলে চিনের নববর্ষে সেখানে যাবেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *