দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালকের সিটে বসে সিএনজি বাসের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালকের সিটে বসে সিএনজি বাসের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

ব্যুরো রিপোর্ট:  ফের এদিন কসবা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বাস চালাতে দেখা গেল কলকাতার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম কে। এদিন তিনি এস বি এস টি সি রুটের একটি বাস চালান।

মূলত এই বাস কলকাতা থেকে আসানসোল পর্যন্ত যাবে। নিজে বাসের চালকের সিটে বসে এই বাসের উদ্বোধন করেন এদিন । এই বাসের মূল বিশেষত্ব এই বাসটি সিএনজি ও ডিজেল চালিত হবে।

বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে বেড়ে চলেছে তারই আরেকটি রূপে পথে নামতে চলেছে সিএনজি চালিত বাস। এর ফলে বাস ভাড়া বৃদ্ধি হবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পাশাপাশি তিনি জানিয়েছেন বর্তমানে সিএনজি ডিপো বেশি নেই। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত পেট্রোল পাম্প জায়গায় সিএনজি চলে আসবে ।ইতিমধ্যে গেইল এর সাথে কথাবার্তা হয়ে গেছে। পাইপলাইন আসতে শুরু করে দিয়েছে।

এক বছরের মধ্যে পাইপলাইন ঢুকে যাবে সমস্ত জায়গায়। তার ফলে সিএনজিতে আর কোথাও অসুবিধা হবে না। এরপরে সমস্ত সরকারি ও বেসরকারি বাসগুলো সিএনজি দ্বারা পরিচালিত হবে।

প্রথমে সরকারি বাস তারপরে কলকাতা পুরসভার যে সমস্ত কঞ্জারভেন্সী গাড়ি গুলি রয়েছে সেগুলোতে সিএনজি দ্বারা চালনা করা হবে। এরপরে বেসরকারি বাসগুলো সিএনজি দাড়া চালু করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

তবে বর্তমানে যে সমস্ত বেসরকারি বাস ভাড়া বেশি নিচ্ছে তাদের টিকিট নিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ জানাতে বলেছেন ফিরহাদ হাকিম। এর আগে তিনি যে বাস চালিয়েছিলেন তা ছিল শর্ট রুটের। এবার লং রুটের বাস থাকছে সিএনজি।

এদিন নিজের হাতে আরো একবার বাসের স্টিয়ারিং ধরেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ।এর জন্য যে সমস্ত মানুষ বিজ্ঞানী এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *