চেতলা রাখি সঙ্গের মাঠে রাখি উৎসব সূচনা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

চেতলা রাখি সঙ্গের মাঠে রাখি উৎসব সূচনা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

ব্যুরো রিপোর্ট:  চেতলা রাখি সঙ্গের মাঠে রাখি উৎসব এ এসে আজ জাতীয় পতাকা উত্তোলন করলেন ফিরহাদ হাকিম পাশাপাশি ছোটো ছেলে মেয়েদের কাছে রাখি পরে রাখি উৎসব এর সূচনা করলেন।

ফিরহাদ হাকিম বললেন আমরা বাংলাতে সব জাতি নির্বিশেষে এক সাথে থাকবো কিন্তু এখন যে দল টা এসেছে তারা বাইরে থেকে এসেছে এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেনা।

তাঁদের কাছে যদি আমরা আসা করি তাঁদের মনে বাঙালি সমন্ধে ভালোবাসা থাকবে তা থাকবেনা।উত্তর বঙ্গ নিয়ে ***তবে সারা ভারত বর্ষের ক্ষতি হচ্ছে রাজনৈতিক লাভ করবার জন্য।

আমরা কেউ থাকবোনা একদিন কিন্তু ভারত বর্ষ থাকবে.এই রাজনৈতিক স্বার্থের জন্য ভারত বর্ষ ভাগ হয়েছে। তাই আমরা চাইনা ভারত বর্ষ আবার ভাগ হোক, আমরা সবাই ভাই বোন ভারত বর্ষে একসাথে থাকতে চাই।

বাংলা থেকে যেহেতু কিছু পায়নি বিজেপি তাই বাংলা কে ভাগ করার প্রচেষ্টা করছে। যাতে উত্তর বঙ্গের মতো আলাদা চিফ মিনিস্টার করতে পারে. কিন্তু এটা হবেনা বাংলা এক থাকবে। বঙ্গ ভঙ্গ এর বিরুদ্ধে রবীন্দ্র নাথ এক সময় লড়েছিলেন আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়ছি।

বিজেপি যদি রাখি উৎসব পালন করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাকে আমরা স্বাগত জানাচ্ছি.*** সায়ন্তন ঘোষ এর বক্ত্যবে বললেন কাউকে তালিবান বললে সে তালিবান হবেনা তালিবান এর মতো ব্যবহার করলে তারা তালিবান হবে। যারা জ্বালিয়ে দেওয়া গুলো মারার কথা বলে তাড়া আসল তালিবান.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *