ব্যুরো রিপোর্ট: উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের সুকান্ত মোড় এলাকায় এক প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা। বাড়ি থেকে তিন ভোইবোনকে বের করে নিয়ে এলোপাথাড়ি গুলি।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এঁদের মধ্যে গুলিবিদ্ধ সুজয় মজুমদার ডাবগ্রাম থানায় কর্মরত বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে দাবি পুরনো পারিবারিক বিবাদের জেরেই এই হামলা।