ব্যুরো রিপোর্ট: ইতালি সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন তিনি সেখান থেকে জি২০ সম্মেলনে যোগ দেবেন। সেই যেখানে বিশ্ব অর্থনীতি এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য নিয়ে আলোচনা হবে।
তারপর ফ্রান্সের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মোদী। শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন।

সূত্রের খবর, পোপ এবং মোদীর বৈঠকের জন্য ২০ মিনিট নির্ধারণ করা হয়েছিল। যদিও সেই বৈঠক এক ঘণ্টা চলেছে। একাধিক বিষয়ে নিয়ে পোপ এবং মোদীর আলোচনা হয়েছে।
আলোচনায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য দূরবীকরণের মতো বিষয়।নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘পোপ ফ্রান্সিসের খুব ভালো বৈঠক হয়েছে। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে।
তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছি।’পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে ভ্যাটিকান সিটিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে আছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।