ব্যুরো রিপোর্ট: উপস্থিত ছিল চিন ও পাকিস্তান। এদিকে, তাঁর জন্মদিনের দিন সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের ২১ তম বৈঠকে প্লেনারি সেশনে ৬ মিনিটের ভাষণে দুই দেশকে নাম না করে কার্যত দিল্লির অবস্থান স্পষ্ট করে দেন মোদী।
পাশাপশি এই মিটে এসসিওর নয়া সদস্য ইরানকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। এর সঙ্গেই আফগানিস্তান পরিস্থিতিকে সামনে রেখে কার্যত ঝোড়ো ভাষণে দিল্লির কূটনৈতিক চালের তুখোর দানে এদিন বাজিমাত করেন প্রধানমন্ত্রী।