ব্যুরো রিপোর্ট: মার্কিন দেশের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির এক সড়কে। সেখানে ডলারে ছেয়ে গিয়েছে সড়ক। এ দৃশ্য দেখে লোভ সামলাতে পারেনি অনেকেই।
রাস্তায় টাকা পড়়ে আছে এবং টাকা উড়ছে দেখে গাড়ি থামিয়ে তাঁরা হুড়মুড়িয়ে সেসব কুড়াতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে চলে আসে পুলিস।
তারা সেখানে উপস্থিত ব্যক্তিদের নোটগুলি না কুড়োতে অনুরোধ করে। কেউ কেউ পুলিসের অনুরোধে সাড়া দিলেও অনেকেই দেননি। ডলার কুড়িয়ে নিয়ে পালাতে থাকেন।
শুক্রবার একটি ব্যাঙ্কের ডলার বহনকারী ট্রাকের দরজা হঠাৎ করেই খুলে গেলে নোটগুলি রাস্তায় ছড়িয়ে পড়ে। আর তখনই মানুষ ডলার কুড়োতে নেমে পড়েন।
পুলিসের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যাঁরা নোট নিয়ে পালিয়েছেন তাঁরা যেন পুলিস স্টেশনে এসে তা জমা দেন। এ ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিস।