ব্যুরো রিপোর্ট: দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, রাজ্যের বাকি অংশের আবহাওয়া আপাতত শুকনো থাকারই সম্ভাবনা।
তবে বৃষ্টি কমে যাওয়ায় একদিকে যেমন তাপমাত্রা বাড়বে, অন্যদিকে আবহাওয়াজনিত অস্বস্তিও বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ অক্টোবর শুক্রবার সকালের উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
তবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ অক্টোবর শনিবার জেলাগুলির আবহাওয়া পরিষ্কার থাকারই সম্ভাবনা।
কোথাও বৃদ্ধি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রপাতের সঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আপাতত ১২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আসানসোল ২৫
বালুরঘাট
বাঁকুড়া ২৪
ব্যারাকপুর ২৬.২
বহরমপুর ২৫
বর্ধমান ২৪
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৪.৪
দার্জিলিং ১৪.৬
দিঘা ২৬.৯
কলকাতা ২৭.১
মালদহ ২৭.৩
পানাগড় ২৪.৯
পুরুলিয়া ২৩.১
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৫
আবহাওয়া দফতর জানিয়েছে ১০ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী ৪-৫ দিনের মধ্যে আরও সক্রিয় হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ওড়িশ ও অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে।
৬ অক্টোবর উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজস্থানের বিকানেঢ়, যোধপুর, ঝালোর, ভূজ থেকে বর্ষা বিদায় নিয়েছে।
আগামী তিনদিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্য যেমন গুজরাত, পুরো রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে।