করোনা যুদ্ধে সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর হাসপাতাল

করোনা যুদ্ধে সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর হাসপাতাল

ব্যুরো রিপোর্ট:  করোনা চিকিৎসায় সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর হাসপাতাল। কেন্দ্রীয় নীতি আয়োগের তরফে এই সরকারি হাসপাতালের ভুয়সী প্রশংসা করে রাজ্যের স্বাস্থ্যদফতরকে চিঠি পাঠানো হয়েছে। কলকাতার সরকারি হাসপাতালের এই সাফল্যে স্বভাবতই খুশি সকলে।

২০২০ সালের গোড়া থেকেই করোনার চিকিৎসায় নিরন্তর কাজ করে চলেছে এম আর বাঙ্গুর হাসপাতাল। বহু মানুষকে সুস্থ করার পাশাপাশি অনেক মরণাপন্ন রোগীকে জীবন দিয়েছে এই সরকারি হাসপাতাল।

করোনা অতিমারি যখন ভয়াবহ আকার নিয়েছে সেই সময় সীমিত পরিকাঠামো নিয়ে কাজ চালিয়েছে টালিগঞ্জের এই সরকারি হাসপাতাল।

রোগী ফিরিয়ে দেওয়ার মতো অভিযোগ প্রায় ছিল না এই সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পাশাপাশি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে নিজেদের কাজ চালিয়েছিলেন এই হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে বাকি করোনা যোদ্ধারা।

অবশ্য এর আগে করোনার চিকিৎসার ২০২০ সালে কেন্দ্রের প্রশংসা কুড়িয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতাল। এবার ২০২১ সালে প্রশংসা পেল এম আর বাঙ্গুর হাসপাতাল।  

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *