ভারতের মধ্যে মুকেশ আম্বানি ষষ্ঠ স্থানে

ভারতের মধ্যে মুকেশ আম্বানি ষষ্ঠ স্থানে

ব্যুরো রিপোর্ট:  ব্লুমবার্গ বিশ্বের ২৫টি ধনী পরিবারের এক তালিকা প্রকাশিত করেছে। ওয়ালমার্টের ওয়ালটন ফ্যামিলি ২৩৮.২ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে তাদের তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে।তালিকায় ঠাঁই পেয়েছে ভারতও।

ভারতের মুকেশ আম্বানির পরিবার এই তালিকায় স্বাভাবিক ভাবেই আছে। ৯৩.৭ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে তাঁরা।

এ ছাড়াও এই তালিকায় নতুনদের মধ্যে ঢুকে পড়েছে ফ্রান্সের প্রযুক্তি ও উড়ান সংস্থা দ্যাস্লট নিউ ইয়র্ক নির্ভর কসমেটিক্স কোম্পানি এসটে লয়ডার।

আবার একদা এই তালিকায় ঠাঁই-পাওয়া কোম্পানি বাদও পড়েছে সাম্প্রতিক হিসাবের নিরিখে। যেমন– দক্ষিণ কোরিয়ার সামস্যাঙ্গ-এর ব্যবসায়ী পরিবার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *