শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়

ব্যুরো রিপোর্ট:  শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হল তৃণমূল নেতা মুকুল রায়কে। সূত্রের খবর, মুকুলের জন্য ইতিমধ্যে পাঁচ সদস্যের চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে।সূত্রের খবর বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন মকুল।

এর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, এসএসকেএম হাসতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রাখা হয়েছে তৃণমূল নেতাকে।মুকুলের ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

পাশাপাশি গত কয়েকদিন ধরে তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা ওঠানামা করছে বলে সূত্রের খবর। সেই কারণেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না মুকুলকে। হাসপাতালে তাঁর শরীরের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

রাজ্যে বিধানসভা ভোটের পর সস্ত্রিক করোনা আক্রান্ত হয়েছিলেন মুকুল। এর পর তিনি সুস্থ হয়ে উঠলেও, মৃত্যু হয় স্ত্রীর। ফলে করোনার কারণেই শরীরে সমস্যা হচ্ছে কী না, তা ক্ষতিয়ে দেখছেন চিকিৎসকরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *