ব্যুরো রিপোর্ট: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমুলের প্রতিনিধি দল। তবে এটা প্রথম নয়, এর আগেও জ্যোতি বসুও এমন উদ্যোগ নিয়েছিলেন বলে জানিয়েছেন বিমান বসু।
পাশাপাশি তিনি বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় যারা দিল্লি যাচ্ছেন তাদের বিরোধিতা করব না। তবে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বিমান বসু বলেন,
এরপর শুনবো দ্বিতীয় হুগলি সেতু তৃণমূল করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, নবান্নও বামফ্রন্টের তৈরি করা। এছাড়া তিনি তৃণমূলকে এক হাত নিয়ে আরও বলেন, বামফ্রন্ট যা যা করছে এখন তৃণমূল সেগুলোই দাবি করছে।
সেপ্টেম্বর মাসের প্রথম দিকে উত্তরবঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গেও বিমান বলেছেন, অমিত শাহ উত্তরবঙ্গ সফরে আসলে সমস্যার কিছু নেই, কিন্তু তিনি যাতে বিভাজনের রাজনীতি না বাড়ান তা দেখতে হবে।
রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্যসাথী সহ অন্যান্য প্রকল্পে বৈষাম্যতার অভিযোগ উঠছে বলে জানিয়েছেন বিমান। এক বৈষাম্যতার অবসান হওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।
এছাড়া আগামী ২৫ সেপ্টেম্বর বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের সংগ্রহ করার জন্য ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। এই ধর্মঘটকে সমর্থন করেছে রাজ্য বাম্ফ্রন্ট।