পেট থেকে বেরলো নখ, নাটবল্টু, পেরেক, স্ক্রু! যা দেখে হতবাক চিকিৎসকরা

পেট থেকে বেরলো নখ, নাটবল্টু, পেরেক, স্ক্রু! যা দেখে হতবাক চিকিৎসকরা

ব্যুরো রিপোর্ট:  অস্ত্রোপ্রচার করতেই পেট থেকে বেরলো নখ, নাটবল্টু, পেরেক, স্ক্রু। যা দেখে হতবাক হলেন চিকিৎসকরা। এমনই এক জটিল অস্ত্রোপ্রচার ঘটল পূর্ব ইউরোপের লিথুয়ানিয়ায়। জানা গিয়েছে, পেট থেকে বেরনো ধাতুর অজন এক কেজির বেশি।

জানা গিয়েছে, মদ ছেড়ে ধাতব জিনিস খেতে শুরু করেছিলেন এক ব্যক্তি। এর পরেই কয়েকদিন আগে পেটে ব্যাথা হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

এক্স-রে করার পরেই ওই ব্যক্তির পেটে থাকা ধাতব জিনিসগুলি নজরে আসে চিকিৎসকদের।এর পর তিন ঘন্টা অস্ত্রোপ্রচার করে ওই ব্যক্তির পেট থেকে নখ, নাটবল্টু, পেরেক, স্ক্রু বের করেন চিকিৎসকরা

। যার ওজন এক কেজির বেশি। অবশ্য অস্ত্রোপ্রচারের পর আপাতত ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।কিন্তু,কী করে ওই ব্যক্তির পাকস্থলীর ভিতরে এতো জিনিস ধরল, তা ভেবে পাচ্ছেন না চিকিৎসকরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *