কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন করোনা নির্দেশিকা, বাড়িতে থেকে কাজ করবেন কারা জেনে নিন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন করোনা নির্দেশিকা, বাড়িতে থেকে কাজ করবেন কারা জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় কড়া করা হল করোনা বিধি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে অন্তঃসত্ত্বা, বিশেষ ভাবে সক্ষম, এবং কোমরবিডিটি রয়েছে যাঁদের তাঁরা বাড়িতে থেকেই কাজ করতে পারবেন।

তাঁদের অফিসে আসতে হবে না।করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। দেশে একদিনে আক্রান্তের সংখ্যা দেড়লক্ষ পার করে গিয়েছে। এই পরিস্থিতিতে সব দফতরকেই ওয়ার্ক ফ্রম হোমের উপরে জোর দেওয়া হয়েছে।

বেশিরভাগ বেসরকারি দফতরের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। একই নির্দেশিকা এবার জারি করল কেন্দ্রও। কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীদের সকলকে অফিসে আসতে হবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

তাতে বলা হয়েছে করোনা সংক্রমণে যে হারে বাড়ছে তাতে অন্তঃসত্ত্বা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।সেই সঙ্গে নির্দেশিকায় জানানো হয়েছে। যেসব কর্মী কন্টেনমেন্ট জোনে রয়েছেন তাঁদেরও অফিসে আসতে হবে না।

বাড়ি থেকেই কাজ করতে পারবেন তাঁরা। ৫০ শতাংশের নীচে কর্মীদের অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। করোনা বিধি মেনে যেন দফতরে কাজ করেন সকলে সেই নির্দেশিকা জানানো হয়েছে। যতটা সম্ভব ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করতে বলা হয়েছে আদিকারীকদের।

খুব প্রয়োজন না হলে মুখোমুখি বসে মিটিং করার প্রয়োজন নেই বলে নির্দেশিকায় জানানো হয়েছে। কর্মীদের দফতরে হাজিরার নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে সকা ৯টা থেকে সাড়ে পাঁচটা এবং সকা ১০টা থেকে সাড়ে ৬টা এই সময়ের বাইরে যেন কোনও কর্মী অফিস চত্ত্বরে না থাকেন।

যেসব কর্মীরা অফিসে থাকবেন তাঁদের বারবার হাত ধোয়া বা স্যানিটাইজ করা এবং মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে দূরত্ব বিধি মেনে যেন দফতরে তাঁরা কাজ করেন নির্দেশিকায় জানানো হয়েছে। প্রত্যেক দফতরে যাতে ঠিক মত স্যানিটাইজেশন করা হয় সেদিকে নির্দেশ দেওয়া হয়েছে।

৩১ জানুয়ারি পর্যন্ত এই কড়া নির্দেশিকা মেনে সরকারি কর্মীদের কাজ করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।করোনা সংক্রমণ নিয়ে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে।

সেখানে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন তিনি। এবং বেশি করে করোনা পরীক্ষা এবং হোম আইসোলেশনে জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামো পর্যাপ্ত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে আরও সতর্ক হয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *