সুরাপ্রেমীদের জন্য নয়া নিয়ম, কিভাবে কিনবেন মদ

সুরাপ্রেমীদের জন্য নয়া নিয়ম, কিভাবে কিনবেন মদ

ব্যুরো রিপোর্ট:  মারন ভাইরাস করোনার তৃতীয় ঢেউ শুধু সময়ের অপেক্ষা। সংক্রমণ থেকে রক্ষা পেতে একমাত্র হাতিয়ার হল করোনা টিকা। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু কিভাবে এই দূরত্ব বজায় রাখবে ব্যাস্ততম শহরে ? তাই ভাইরাস এড়াতে ভরসা করোনা টিকা।

কিন্তু অনেকের মধ্যেই করোনা টিকা নিয়ে অনীহা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে টিকা নিতে সাধারণ মানুষ যাতে এগিয়ে আসে তার জন্য নয়া পন্থা অবলম্বন করলেন তামিলনাড়ুর এক জেলা।তামিলনাড়ুর নীলগিরি জেলার নতুন নিয়মে অস্বস্তিতে পড়েছেন সুরা প্রেমীরা।

সেখানে স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিন সার্টিফিকেট না দেখাতে পারলে, সেই ক্রেতাকে মদ বিক্রি করা হবে না। টিএএসএমএসি-র আউটলেটগুলি থেকে যারা মদ কেনেন, তাদের এই নিয়ম অনুসরণ করতেই হবে।

নির্দেশিকায় জানানো হয়েছে, মদ কেনার জন্য পরিচয়পত্রের পাশাপাশি এ বার থেকে দেখাতে হবে করোনার ভ্যাকসিন সার্টিফিকেট।করোনা টিকার দুটি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে, সেটি সার্টিফিকেটে লেখা থাকলে তবেই গ্রাহকরা মদ কিনতে পারবেন।

নীলগিরির জেলাশাসক জানান, বাড়ি বাড়ি প্রচার চালানো সত্ত্বেও অনেকের মধ্যেই টিকাকরণ নিয়ে অনীহা রয়েছে। সাধারণ মানুষ যাতে টিকা নিতে এগিয়ে আসেন, সেই লক্ষ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার প্রায় ৯৭ শতাংশ জনগণই ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ় পেয়ে গিয়েছেন। তারা যাতে দ্বিতীয় ডোজ়টিও নির্দিষ্ট সময়ের মঝ্যে নেন,

, সেই লক্ষ্যেই অভিনব অথচ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ভ্যাকসিন সার্টিফিকেটের পাশাপাশি ক্রেতাদের নিজের আধারকার্ডও দেখাতে হবে বলে জানানো হয়েছে। সমস্ত টিএএসএমএসি আউটলেটেই এই নিয়ম প্রযোজ্য।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *