আগামী বছর দুর্গাপুজো ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন : মুখ্যমন্ত্রী

আগামী বছর দুর্গাপুজো ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন : মুখ্যমন্ত্রী

ব্যুরো রিপোর্ট:  দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার উপলক্ষে ২০২২ সালের দুর্গাপুজো উৎসব ১০ দিন আগে থেকেই শুরু হয়ে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতার মহারাষ্ট্র নিবাসে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ওঠে ইউনেস্কোর দ্বারা দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ। তা নিয়ে মমতা বলেন, কলকাতাই সেরা।

সেরার সেরা হতে হবে কলকাতাকে। দুর্গাপুজো আন্তর্জাতিক হেরিটেজের স্বীকৃতি পাওয়ার জন্য আমরা সেলিব্রেশন করব। আগামী বছর দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন।

সম্প্রতি ইউনেস্কোর তরফে নেটমাধ্যমে লেখা হয়েছিল, ‘মানবসভ্যতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এবার কলকাতার দুর্গাপুজো।’

ভারতের বিশেষ করে বাঙ্গালীর এই পুজো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আনন্দে বুধবার রাজপথে পা মিলিয়েছিলেন পুজোপ্রেমিকরা। কারোর হাতে দেখা গিয়েছিল ইউনেস্কোকে ধন্যবাদ জানানো প্ল্যাকার্ড। আবার কারোর হাতে ছিল দেখা মা দুর্গার চাল চিত্রের রেপ্লিকা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *