নন স্টপ ১০০ কিমি, চেন্নাইয়ের ৬ বছরের সাইক্লিস্টের নতুন বিশ্ব রেকর্ড

নন স্টপ ১০০ কিমি, চেন্নাইয়ের ৬ বছরের সাইক্লিস্টের নতুন বিশ্ব রেকর্ড

ব্যুরো রিপোর্ট:  নতুন বিশ্ব রেকর্ডের মালিক হল চেন্নাইয়ের রিয়ান কুমার। ৬ বছরের বালক কেবল সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড বুকে জায়গা পেয়েছে।

কোথাও না থেমে সাইকেল চালিয়ে সে সবচেয়ে কম সময়ে ১০০ কিলোমিটার অতিক্রম করেছে। মোট ৫ ঘণ্টা ১৭ মিনিট ৬ সেকেন্ডে ১০৮.০৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অনন্য নজিরের মালিক হয়েছে রিয়ান। তাঁর এই দক্ষতা অবাক করেছে দেশকে।

চেন্নাইয়ের রিয়ান কুমারকে আবিষ্কার করেছে বিশ্ব রেকর্ড বুক বা ওয়ার্ল্ড রেকর্ড বুক। না থেমে ৫ ঘণ্টা ১৭ মিনিট ৬ সেকেন্ডে ১০৮.০৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা বিশ্বের সবচেয়ে গতিশীল ও

তরুণতম হিসেবে ভারতীয় বালকের নামই নথিভূক্ত করা হয়েছে। রিয়ানের দক্ষতা এবং ইচ্ছাশক্তিরও প্রশংসা করা হয়েছে। আগামী দিনে আরও ওপরে উঠবে ওই বালক, এমনই আশা দেশের।

৬ বছরের রিয়ান কুমারের বাবা ও মা ভারতীয় নৌবাহিনীতে চাকরি করেন। প্রধানত তাঁরা দিল্লিরই বাসিন্দা। কর্মসূত্রে কয়েক বছর আগেই চেন্নাই গিয়েছে রিয়ানের পরিবার।

সাইক্লিংয়ের অনুপ্রেরণা সে তার মা গৌরী কুমারের কাছ থেকে পেয়েছে বলে জানিয়েছে রিয়ান। একই সঙ্গে নিজের এই সাফল্যেও সে উচ্ছ্বসিত হয়েছে।

জানিয়েছে যে স্কুল ও পড়াশোনার ফাঁকে সে সপ্তাহে সাত দিন অনুশীলন করার সুযোগ পায়। এ কাজে তাকে মা সঙ্গ দেন বলেও জানিয়েছেন ছোট্ট রিয়ান।

বিশ্ব রেকর্ড বুকে জায়গা করে নেওয়া রিযান কুমার জানিয়েছে যে সাইক্লিংয়ে গতি এবং শক্তিই তার সবচেয়ে বেশি পছন্দের। রিয়ানের কথায়, সপ্তাহে তিন দিন রাস্তায় নেমে সাইক্লিং করে সে।

বাকি তিন দিন তার স্ট্যাটিক সাইক্লিং ও স্ট্রেন্থ ট্রেনিং হয়। দ্বিতীয় শ্রেণির ছাত্রের পরবর্তী লক্ষ্য ২০০ কিমির ব্রেভেটস ডে রানডোনার্সে ভাল কিছু করা।

তাদেজ পোগাকার, জুলিয়ান আলাফিলিপ ও মার্ক কাভেন্ডিস। চেন্নাইয়ের সাইক্লিস্ট মহলে রিয়ানের নাম অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। আর বিশ্ব রেকর্ড গড়ার পর তো সে-ই এখন আলোচনার কেন্দ্রে।

সুপার রানডোনার ওভি ভেঙ্কটরাঘবন জানিয়েছেন যে তিনি এই ছয় বছরের বালকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কেবল হাই বলার জন্য রিয়ান তাঁকে সাইকেলে রীতিমতো তাড়া করে বেরিয়েছে বলেও জানিয়েছেন রাঘবন।

শেষে সুপার রানডোনারকে ধরেও ফেলে রিয়ান। জানায় নিজের পরিচয়। বিশ্ব রেকর্ড বুকে জায়গা পাওয়ার পর তিনি রিয়ানের ভক্ত হয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন ওভি ভেঙ্কটরাঘবন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *