এখনকার দিনে পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি মূল্যহীন, বললেন তালিবানের শিক্ষামন্ত্রী

এখনকার দিনে পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি মূল্যহীন, বললেন তালিবানের শিক্ষামন্ত্রী

ব্যুরো রিপোর্ট:  তালিবান নেতাদের হাইস্কুল, পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি নেই, কিন্তু তা সত্বেও তারাই শ্রেষ্ঠ। এমনটাই জানালেন তালিবানের শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরুল্লা মুনির। পাশাপাশি এই সব ডিগ্রির কোনও মূল্য নেই বলেও জানিয়েছেন তিনি।

একজন শিক্ষামন্ত্রীর এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরুল্লা মুনির বলেছেন, ‘এখনকার দিনে পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি মূল্যহীন।

কারণ মোল্লা ও তালিবান নেতাদের কারও পিএইচডি, মাস্টার্স এমনকি হাইস্কুলের ডিগ্রিও নেই। কিন্তু তাঁরাই শ্রেষ্ঠ।‘১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালিবান শাসনের সময় মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না।

তারপর সরকার পরিবর্তন হওয়ার পর মেয়েরা স্কুলে যেতে পারতেন। তবে আফগানিস্তানে তালিবান শাসন ফিরে আসায় আশঙ্কা করা হচ্ছে, গত ২০ বছরে চালু থাকা শিক্ষা ব্যবস্থা তালিবান শাসনে ভেঙে পড়তে পারে।

অবশ্য কাবুল দখলের পরেই ছাত্রীরা স্কুল-কলেজ যেতে পারবে বলে জানায় তালিবান। তবে এক্ষেত্রে ছাত্রীদের হিজাব পড়তে হবে এবং ছেলে মেয়েদের আলাদা বসতে হবে বলেও জানানো হয়।

প্রথমে এই নির্দেশ মেনে নিলেও, পরবর্তীকালে তালিবানের তরফে ছাত্রীদের আবায়া ও নিকাবও পড়তে হবে বলে জানানো হয়। যার বিরোধিতা করে ছাত্রীদের একাংশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *