মোদীর ৭১ তম জন্মদিনে মধ্যপ্রদেশে তৈরি হবে ১০৭০টি নমো পার্ক!

মোদীর ৭১ তম জন্মদিনে মধ্যপ্রদেশে তৈরি হবে ১০৭০টি নমো পার্ক!

ব্যুরো রিপোর্ট:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তৈরি করা হবে ১০৭০টি নমো পার্ক। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী মিলিয়ে জনপ্রতিনিধি হিসেবে ২০ তম বর্ষপূর্তি হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর।

মধ্যপ্রদেশের প্রতিটি মণ্ডলে একটি করে নমো উদ্যান তৈরি করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি।জামা গিয়েছে, এই পার্ক দলীয়ভাবে তৈরি হলেও এর জমি সরকারের কাছে চাওয়া হয়েছে।

প্রতিটি পার্কে অন্তত ৭১টি করে চারা লাগানোর কথাও বলা হয়েছে কর্মীদের। রাজ্যের ১০৭০টি মণ্ডল মিলিয়ে মোট ৭৫ হাজার ৯৭০টি চারা গাছ লাগানো হবে। আগামী ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর এই কর্মসূচি পালিত হবে।

পাশাপাশি এই গাছগুলো যাতে ভালো ভাবে বেড়ে ওঠে, তা লক্ষ্য রাখতে প্রতি বাগান প্রতি ৭০ জন বিজেপি কর্মীকে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে।আগামী মাসের ৭ তারিখ জনপ্রতিনিধি হিসেবে ২০ তম বর্ষপূর্তি প্রধানমন্ত্রী মোদীর।

এদিকে সেপ্টেম্বর ১৭ প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। সেদিন থেকে শুরু করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা ও সমর্পণ অভিযান’ চালাতে চায় বিজেপি। এই অভিযান চালাতে ইতিমধ্যেই বিজেপি পদাধিকারীদের চিঠি পাঠিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *