স্বাধীনতার ৭৫তম দিবস উপলক্ষে দেশ প্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্বাধীনতার ৭৫তম দিবস উপলক্ষে দেশ প্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ব্যুরো রিপোর্ট:  গোটা দেশ রবিবার স্বাধীনতার ৭৫তম দিবস পালন করছে। সেই উপলক্ষে এবার দেশ প্রেমের গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই গানের লিঙ্ক শেয়ার করেন মুখ্যমন্ত্রী।

গানের এই লিঙ্কটি শেয়ার করে মমতা লিখেছেন, ‘ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য।’

এই গানটিতে ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু কন্ঠ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই গানের প্রথম কয়েকটি লাইন হল, ‘এই ধরণীর মাটির বাঁধন, বাঁধুক জোরে মোদের, সোনার চেয়েও যে খাঁটি, দেশটা সবার নিজের।‘

পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *