এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন রাজনৈতিকভাবে খেলা শুরু হয়ে গেছে অনেকদিন

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন রাজনৈতিকভাবে খেলা শুরু হয়ে গেছে অনেকদিন

ব্যুরো রিপোর্ট:  ১৬ ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই খেলা দিবস অনুষ্ঠিত হতে চলেছে ।সেই জন্য এদিন ১৪৪ টি ওয়ার্ডের প্রত্যেকটা ক্লাবকে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কো-অর্ডিনেটর এর মাধ্যমে ফুটবল তুলে দেওয়া হল।

উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম দেবাশীষ কুমার সহ অন্যান্যরা। এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন রাজনৈতিকভাবে খেলা শুরু হয়ে গেছে অনেকদিন আগেই এবং তার ফলাফল ২ রা মে বেরিয়ে গিয়েছে।

কিন্তু এবার শুধুমাত্র খেলার জন্য খেলা দিবস পালন করা হবে। ১৬ ই আগস্ট প্রত্যেকটা ক্লাব পাড়ায় পাড়ায় এই ফুটবল খেলা হবে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন যারা এই দিনটিতে ১৯৪৬ এর কালা দিবস কে তুলে নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন একদিন তারা কোথায় ছিলেন? আসলে এটা সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া ছাড়া আর কিছুই নয় ।

দেশভাগের সময় অনেক কিছুই হয়েছিল। কিন্তু এখন প্রগতিশীল সময় এগিয়ে যেতে হবে। খেলা হবে অনুষ্ঠান ১৬ ই আগস্ট অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ১৬ ই আগস্ট তিনি নিজেও খেলবেন মহাবলী ক্লাবে এবং দেবাশীষ কুমার খেলবেন দেশপ্রিয় পার্কে।

অন্যদিকে তিনি জানিয়েছেন যে সমস্ত বেসরকারি বাস দ্বিগুণ ভাড়া নিচ্ছে তাদের টিকিট দেখিয়ে থানায় ডায়েরি করে সেই ডাইরি নাম্বার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কে দিলে তাদের পক্ষ থেকে উপযুক্ত পরিমাণে ব্যবস্থা নেওয়া হবে ওই বাসের বিরুদ্ধে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *