মমতা বন্দ্যোপাধ্যায় একবার ইস্তফা দিয়ে দেখুন, পার্টিটা থাকে কিনা : দিলীপ ঘোষ

মমতা বন্দ্যোপাধ্যায় একবার ইস্তফা দিয়ে দেখুন, পার্টিটা থাকে কিনা : দিলীপ ঘোষ

ব্যুরো রিপোর্ট:  ছ’মাসে উত্তরাখণ্ডে দু’বার, কর্ণাটক ও অসমে মুখ্যমন্ত্রী বদল হয়েছে। সম্প্রতি বিজয় রুপাণীও গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে।

সম্প্রতি এ নিয়েই বিজেপিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আক্রমণের পাল্টা এবার মমতাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।     

রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ‘‌আমাদের দলে কী চলছে তা নিয়ে মাথা ঘামাতে হবে না। আজকে দলটাকে বাঁচানোর জন্য পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে ওঁকে।

জোর করে উপনির্বাচন করাতে হচ্ছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে দেখুন, পার্টিটা থাকে কিনা।’

সম্প্রতি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ইস্তফা দেওয়া নিয়ে মমতা বলেছিলেন, ‘‌মাত্র ৬ মাসে চতুর্থ মুখ্যমন্ত্রীর ইস্তফা!

বিজেপিতে হচ্ছেটা কী?’। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা এবার তাঁকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *