৩১ বছর পর মুক্তি পেতে চলেছেন রাজীব গান্ধী হত্যা কাণ্ডের অন্যতম দোষী

৩১ বছর পর মুক্তি পেতে চলেছেন রাজীব গান্ধী হত্যা কাণ্ডের অন্যতম দোষী

ব্যুরো রিপোর্ট:  মুক্তি পেতে চলেছেন রাজীব গান্ধী হত্যা কাণ্ডের অন্যতম দোষী পেরারিভালন। ৩১ বছর পর মুক্তি পেতে চলেছেন তিনি। তামিলনাড়ু সরকার আগেই পেরারিভালনের মুক্তির জন্য আবেদন জানিয়েছল।

এর পরেই বিশেষ অধিকার প্রয়োগ করে সেই আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।প্রসঙ্গত, ২০০৮ সালে তামিলনাড়ুতে পেরারিভালনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে বিবেচনা করে দেখার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল রাজ্যপাল। সেই থেকে থমকে ছিল এই মুক্তি মামলা।বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন পেরারিভালন।

তবে তিনি একেবারে জেল মুক্তি চেয়েছিলেন। এক আবেদনে তিনি লিখেছিলেন, ‘আমি ৩১ বছর ধরে জেলে বন্দি অবস্থায় রয়েছি। তাই আমায় এ বার রেহাই দেওয়া হোক।

’গত ১০ মে এই মামলার শুনানি হয়েছিল শীর্ষ আদালতে। কিন্তু তখন রায় দেননি বিচারপতিরা। তবে বুধবার রায় দিয়ে পেরারিভালনকে জেলমুক্তি দিল সুপ্রিম কোর্ট।

২০১৮ সালে তৎকালীন এআইডিএমকে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তামিলনাড়ুর তৎকালীন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত এই সিদ্ধান্ত বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন।

রাজ্যপাল সিলমোহর না দেওয়ার কারণে মুক্তি পাননি পেরারিভালন। অবশেষে এ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর পরেই বুধবার তাঁকে মুক্তি দিল আদালত। আর মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে রাজ্যপাল বাধ্য বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *