ব্যুরো রিপোর্ট: সকাল থেকেই কমবেশি ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ হচ্ছে। এর জেরে কয়েকদিন আগে বজ্রপাতে প্রাণ
হারিয়েছে হুগলির অনেক মানুষ। ঠিক একই ঘটনা এবার ঘটল আরামবাগ মানিক পাঠ এলাকায়।
ওই মৃত যুবকের নাম সূর্য মুর্মু। বয়স ২১ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, সূর্য মুর্মু ও রূপচাঁদ মুর্মু মানিক পাটে কৃষ্ণ হাঁসদার বাড়ি এসেছিলেন।
তারপরই বুধবার দুপুর নাগাদ আরামবাগ দ্বারকেশ্বর নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তবে সেই সময় হঠাৎই মুষলধারায় বৃষ্টি ও বর্জপাত শুরু হয়।
তখনই বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সূর্যমুর্মুর। পাশাপাশি আহত হন রুপচাঁদ মুর্মু এবং নিখোঁজ হন কৃষ্ণ হাঁসদা নামে এক যুবক।
এর পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। মৃতদেহটিকে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
আহত রূপচাঁদ বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
পরবর্তি সময় এনডিআরএফ এর জওয়ানরা এসে পাশের একটি জলাশয়ে তল্লাশি চালিয়ে নিখোঁজ কৃষ্ণ হাঁসদার দেহ উদ্ধার করে ৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷