পাকিস্তান তালিবানদের ‘গুরু’, কটাক্ষ পঞ্জশির উপত্যকার জনপ্রিয় নেতার

পাকিস্তান তালিবানদের ‘গুরু’, কটাক্ষ পঞ্জশির উপত্যকার জনপ্রিয় নেতার

ব্যুরো রিপোর্ট:  তালিবান এবং পাকিস্তানের সঙ্গে সমঝোতায় যেতে রাজি নয় পঞ্জশির উপত্যকা। এমনটাই জানিয়েছেন পঞ্জশির উপত্যকার জনপ্রিয় নেতা এবং আফগানিস্তানের তদারকি  আমরুল্লা সালেহ। পাশাপাশি পাকিস্তানকে তালিবানদের ‘গুরু’ বলেও কটাক্ষ করেছেন তিনি।

সাহেল টুইটে লিখেছেন, ‘খোরাসানের আইসিস (আইএস-কে)-এর সঙ্গে তালিবদের নিয়মিত যোগসাজশের প্রত্যেকটি প্রামাণ্য তথ্য আমাদের হাতে আছে। আমরা ভাল ভাবেই জানি আইএস-এর শিকড় রয়েছে তালিবদের মধ্যে।

কাবুলে সক্রিয় হক্কানি নেটওয়ার্কের মধ্যেও। তালিবরা এখন সেই যোগসাজশের কথা অস্বীকার করছে। এ যেন অনেকটা সেই কোয়েটা সুরার সঙ্গে যোগসাজশের কথা পাকিস্তানের অস্বীকার করার মতো। তালিবরা ওদের গুরুদের কাছ থেকে ভালই শিক্ষা নিয়েছে।‘

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। জখম হয়েছেন দেড়শোর বেশি মানুষ। এর পর থেকে খোরসানের আইএস-কে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে দাবি করতে শুরু করেছে তালিবান।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *