ক্লান্ত হয়ে অভিনয় থেকে বিদায় নিতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী! জল্পনা তুঙ্গে

ক্লান্ত হয়ে অভিনয় থেকে বিদায় নিতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী! জল্পনা তুঙ্গে

ব্যুরো রিপোর্ট:  কখনও খলনায়ক, কখনও আবার বাবা। নানা রূপে নিজেকে দর্শকদের সামনে এনে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।তার অভিনয়ে যে সকলেই মাতোয়ারা তা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু অভিনয় করতে করতে নাকি হাঁপিয়ে উঠেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তবে , কি এবার অভিনয় থেকে বিরতি নেবেন অভিনেতা? তুঙ্গে জল্পনা।

পঙ্কজ ত্রিপাঠী মানেই সকলের মুখে চওড়া হাঁসি। তাঁর অভিনয়ে মুগ্ধ নয় এমন লোক পাওয়া মুশকিল। বর্তমানের অভিনেতাদের মধ্যে পঙ্কজের নাম অন্যতম। কিন্ত সম্প্রতি এক সাক্ষাত্‍কারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘আমি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।

এক এক সময়ে মনে হয় কিছুদিনের বিরতি নিই। কিন্তু এত প্রজেক্টের সঙ্গে জড়িত থাকার পর বিরতি নেওয়া পরিকল্পনা ভেস্তে যাচ্ছে’।

অভিনেতা আরও যোগ করেন, ‘আসলে দর্শককে আমি নতুন কিছু অভিনয় দেখাতে চাই যাতে দর্শকরা কিছু নতুনত্ব খুঁজে পায়। একই জিনিস দেখে বিরক্ত না হয়। আমি থিয়েটারের থেকে অনুপ্ররণা পাই।

থিয়েটারে কাজ করতে করতে অনক কিছু শিখতাম’। সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘ মিমি ‘ দারুণ প্রশংসিত হয়েছে এবং ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়ও প্রশংসিত হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *