ব্যুরো রিপোর্ট: অভাবের জেরে মানুষ কি না করে, তবে সন্তানের জন্মের পর মা বাবা তাদের অজ্ঞতাকে বিক্রি করতে চাওয়া আজ নতুন ঘটনা নয়। এর আগেও এই ঘটনায় পুলিশের জালে এসেছে বেশ কিছু মানুষ। তবে এবার সেটা খোদ কলকাতায়।
পর্ণশ্রী থানা এলাকার সরকার মাঠ এলাকায় আর্থিক অনটনের জন্য তিন মাসের পুত্র সন্তানকে বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক বাবা ও মা।
সরশুনার বাসিন্দা বাচ্চাটির বাবা বাপ্পা জানা জানায়, সে তার এক দাদার বাড়িতে এসেছিল কিছু জামাকাপড় ও খাবার নিতে।
তারপর পাড়ার ছেলেরা তাকে বলে সে নাকি বাচ্চা বিক্রি করতে এসেছে। তারপর পর্ণশ্রী থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে বাচ্চাটি সমেত তার বাবা-মাকে আটক করে থানায় নিয়ে আসে।