উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি সংসদের, কীভাবে হবে পরীক্ষা জেনে নিন

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি সংসদের, কীভাবে হবে পরীক্ষা জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ। করোনা সংক্রমণের কারণে প্রায় ১ বছর পর পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। অফলাইনেই এবার পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা।

নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারেন এবার ছাত্রছাত্রীরা। সংসদের পক্ষ থেকে স্কুলগুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্ত।করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি।

নবম শ্রেণি এবং একাদশ শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে পরীক্ষায় নম্বর দেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে ১০০ শতাংশই ছাত্রছাত্রীকে পাস করানো হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক পাস করানো হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

তারপরেই এই নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলসংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ‘২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Higher Secondary Exam 2022) হোম ভেন্যুতেই হবে অর্থাৎ ছাত্র ছাত্রীরা নিজ নিজ বিদ্যালয়ে বসেই পরীক্ষা দিতে পারবে।’

জানানো হয়েছে, এনরোলমেন্ট ফর্মে শতকরা উপস্থিতির হারের জায়গায় পরীক্ষার্থীদের লিখতে হবে NA অথবা অনলাইন ক্লাস হিসেবে পূরণ করে রাখতে হবে ওই স্থানটি। মার্চ মাসেই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

তারপরেই এপ্রিল মাসে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক। ইতিমধ্যেই স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে জানানো হয়েছে। শিক্ষকদের টেস্ট পরীক্ষায় বিশেষ মন দিতে বলা হয়েছে। ফাইনাল পরীক্ষার মতই গুরুত্ব দিয়ে পরীক্ষা দিতে বলেছেন শিক্ষকরা।

তারপরেই সন্দেহ শুরু হয়েছিল যে এবারও হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না।সূত্রের খবর, যদি কোনও কারণ বশত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি না হয় তাহলে টেস্ট পরীক্ষার ফলাফল দেখেই মূল্যায়ন করা হবে।

৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পরীক্ষার খাতা ভাল করে দেখে সেটা যত্ন সহকারে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয় ভিত্তিক নম্বর তুলে রাখতে হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরবর্তী সময়ে এই নম্বর চাইতে পারে বলে মনে করা হচ্ছে।আগেই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

৭ মার্চ থেকে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা হবে। ১৬ মার্চ শেষ হবে। সকাল ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত হবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট বরাদ্দ থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য। পরের তিন ঘণ্টা থাকবে লেখার জন্য।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *