কাশ্মীরে ক্রিকেট লিগে অংশ নিলে ভারতীয় ক্রিকেটে অংশগ্রহণ করা যাবে না, জানাল বিসিসিআই

কাশ্মীরে ক্রিকেট লিগে অংশ নিলে ভারতীয় ক্রিকেটে অংশগ্রহণ করা যাবে না, জানাল বিসিসিআই

ব্যুরো রিপোর্ট:।  পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগে অংশ নিলে কেউ আর ভারতীয় ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে না। এমনটাই জানাল বিসিসিআই।

আগামী ৬ আগস্ট পাক অধিকৃত কাশ্মীরে ক্রিকেট লিগ শুরু হবে। তাতেই কোনও রকম ভাবে যুক্ত হওয়া যাবে বলে জানিয়েছে বিসিসিআই। বেসরকারি ভাবে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকেও এই লিগে অংশ নিতে বারণ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘বিভিন্ন দেশের বোর্ডকে বেসরকারি ভাবে বলা হয়েছে কাশ্মীর লিগে কোনও ক্রিকেটার না পাঠাতে।

যদি কোনও ক্রিকেটার এই লিগে অংশ নেন তবে ভারতের মাটিতে কোনও রকম ক্রিকেট সংক্রান্ত বিষয়ে যুক্ত হওয়া যাবে না। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।’

পাশাপাশি তিনি বলেছেন, তাঁদের পাকিস্তান সুপার লিগ নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু, এই নতুন শুরু হবে পাক অধিকৃত কাশ্মীরে। সেই কারণে সরকারের নীতি অনুযায়ী কাজ করা হবে।

অবশ্য এই বিষয় নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রাজনৈতিক জটিলতার জন্য বিসিসিআই-এর উচিত নয় আমাকে কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলতে না দেওয়া।

হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে, ক্রিকেট বিষয়ে কোনও কাজের জন্য আমাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা হাস্যকর।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *