ব্যুরো রিপোর্ট: অক্টোবরের ৮ তারিখেও দুর্গাপুজোর আগে লাগাতার জ্বালানির দাম বেড়ে যাওয়ার ট্রেন্ড ধরে রাখল পেট্রোল ডিজেল। পেট্রোলের দাম লিটারে ৩০ পয়সা বেড়েছে এদিন। প্রতি লিটারে ১০৩.২৪ পয়সা দাম হয়েছে দিল্লিতে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দামের উত্থান পতনের পর নির্ভর করে এই দাম। তেল সংস্থাগুলির তরফে প্রতিদিনই এই দাম পর্যালোচনা করা হয়। সেই অনুযায়ী স্থির হয় দাম। এই পরিস্থিতিতে জ্বালানির দর দেখে নেওয়া যাক একনজরে।
দুর্গাপুজোর আগেই দ্বিতীয়াতেও অব্যাহত পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ার রীতি। গত কয়েক মাস ধরেই পেট্রোল ও ডিজেলের দামের বৃদ্ধির জেরে দেশের একাধিক শহরে কার্যত সেঞ্চুরি পার করে যায় পেট্রোল ও ডিজেলের দাম।
ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েলের মতো সংস্থা প্রতিদিনই তেলের দামের পর্যালোচনা করে দিনের শুরুতে। সেই অনুযায়ী দাম স্থির হয়, সঙ্গে থাকে রাজ্যভিত্তিক ভ্যাট।
প্রতিদিন সকাল ৬ টা থেকে জ্বালানি তেলের দাম ধার্য হয় এই সংস্থাগুলির হাত ধরে। এদিকে, পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেও হু হু করে বেড়ে চলেছে।