ব্যুরো রিপোর্ট: পেট্রোলের দাম ও ডিজেলের দাম রীতিমতো উচ্চতায় আজ ফের একবার। দুর্গাপুজোর আগে , কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে এই নিয়ে টানা পাঁচদিনে হু হু করে বেড়ে গেল জ্বালানির দাম। সামনেই উৎসবের মরশুম।
দুর্গাপুজো কাটলেই আসবে দিওয়ালি, কালীপুজো। সেই জায়গা থেকে এদিন জ্বালানির দাম রেকর্ড ছুঁয়ে ফেলতেই রীতিমতো বাড়ছে মধ্যবিত্তের উদ্বেগ। পুজোর মরশুমের শুরু থেকেই অক্টোবরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত রকেট গতিতে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। একনজরে দেখে নেওয়া যাক শহরের জ্বালানির ছ্যাঁকার গতি।
দেশের ২৬ টি রাজ্য়ে আপাতত জ্বালানির দাম বেড়ে তা ১০০ টাকার উপরে গিয়েছে। মঙ্গলবার পেট্রোলের দাম ২৫ পয়সা হারে বেড়েছে রাজধানীতে। মূলত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের মূল্যের তুলনা ধরে দেশের বাজারে জ্বালানি তেলের দাম নির্ভর করে।
তিনটি সরকারি সংস্থা এইচপি সিএল, বিপিসিএল, আইওসি প্রতিদিন সকাল ছটা নাগাদ তেলের দাম জারি করে। সই অনুযায়ী দেখা যাচ্ছে ৫ অক্টোবর হু হু করে বেড়ে গিয়েছে তেলের দাম। এদিকে মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ , বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, মণিপুর, নাগাল্যান্ড, পুদুচেরি, তেলাঙ্গানা , পাঞ্জাব , সিকিম ,ওড়িশা, কেরল, ত্রিপুরা,রাজস্থান, ছত্তিশগড়, দিল্লি সহ পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দাম ১০০ টাকা প্রতি লিটারের উপর।
পেট্রোলের দাম গত মে মাস থেকে হু হু করে বাড়তে দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে করোনার দ্বিতীয় স্রোতের সময় থেকেই ৫ রাজ্যের ভোট পরবর্তী সময়ে দেশে হু হু করে বেড়ে যায় জ্বালানি তেলের দাম। মে মাসের ৪ তারিখ থেকে জুলাই মাসের ১৭ তারিখের মধ্যে ১১.৪৪ শতাংশ বেড়েছে তেলের দাম।
ডিজেলের দামের হার এই সময়ে ৯.১৪ শতাংশ বেড়ে গিয়েছে। উল্লেখ্য দেশের চাহিদার মধ্যে ৮৫ শতাংশ তেল ভারত আমদানী করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম ভীষণভাবে প্রভাবিত করে ঘরোয়া বাজারের তেলের দামকে।
উল্লেখ্যস ৫ অক্টোবর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৩৬ টাকা, ডিজেলের দাম ৯৪.১৭ টাকা। পুজোর আগে শহরে জ্বালানির দাম এভাবে বাড়তে থাকায় রীতিমতো উদ্বেগ শুরু হয়েছে। এদিকে চেন্নাইতে পেট্রোলের দাম, ১০০.২৩ টাকা হয়েছে, ডিজেলের দাম ৯৫.৫৯ টাকা হয়েছে।
উল্লেখ্য, কলকাতা চেন্নাই সহ দেশের সমস্ত বড় শহরে পেট্রোলের দাম রীতিমতো বাড়তে শুরু করে দিয়েছে। বহু সময় ধরেই তা ১০০ টাকা প্রতি লিটারের উপরে রয়েছে।দেশের বাকি দুই শহরে জ্বালানির দামও হু হু করে বাড়ছে।
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম, ১০২.৬৪ টাকা, ডিজেলের দাম ৯১.০৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮.৬৭ টাকা, ডিজেলের দাম ৯৮.৮০ টাকা। উল্লেখ্য, ভারতের তরফে আমদানিকৃত অপরিশোধিত তেলের দাম প্রতি আউন্সে বিশ্ব বাজারে ৭৮ ডলার বেড়ে গিয়েছে।