দুর্গাপুজোর সূচনালগ্নে ফের বাড়ল পেট্রোল , ডিজেলের দাম! কলকাতায় জ্বালানির ছ্যাঁকা অব্যাহত

দুর্গাপুজোর সূচনালগ্নে ফের বাড়ল পেট্রোল , ডিজেলের দাম! কলকাতায় জ্বালানির ছ্যাঁকা অব্যাহত

ব্যুরো রিপোর্ট:  লাগামহীন দাম বৃদ্ধির ট্রেন্ড অব্যাহত রইল পুজোর মরশুমে। দেশে উৎসবের মরশুম শুরু হতেই হু হু করে বেড়ে যাচ্ছে জ্বালানির দাম। গত ছয় দিন ধরে টানা বেড়ে গিয়েছে এই দাম।

এদিনও দুর্গাপুজোর মুখে সেই ট্রেন্ড অব্যাহত রয়েছে। পুজোর কলকাতায় এদিনও জ্বালানির দর হু হু করে বেড়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি তেলের দাম কত।

রবিবারও জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যেতে শুরু করেছে। ফলে পের একবার নয়া রেকর্ড কায়েম করল কলকাতার জ্বালানি তেলের বাজার।

রবিবার ১০ অক্টোবর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৮ পয়সা। এদিকে, ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩৫ পয়সা। যার ফলে ১০০ টাকা পার করে দ্রুত গতিতে দৌড়চ্ছে জ্বালানি তেলের দাম।

লিটার প্রতি জ্বালানি তেলের দামে বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে বেড়েছে, ১০৪.৮০ টাকা, ডিজেলে বেড়েছে ৯৫ টাকা, ৯৩ পয়সা।

এদিকে, বাংলা সহ ৫ রাজ্যে ভোট মিটতেই তেলের দাম সদ্য সেঞ্চুরি পার করেছে। তারপর যে গতিতে দাম হু হু করে বেড়ে গিয়েছে, তা রীতিমতো প্রভাব ফেলেছে বাজার দরে। পুজোর মুখে এভাবে দাম বাড়তে থাকায় সমস্যাও বেড়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *