রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস।

রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস।

ব্যুরো রিপোর্ট:  আজ পুলিশ দিবস ।রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। দ্বিতীয় বছরে পা দিলো এই পুলিশ দিবস। গত বছরই করোনা আবহে পুলিশ দিবসের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছরে পালিত হচ্ছে পুলিশ দিবস। একই সাথে এদিন লালবাজারের পালিত হল পুলিশ দিবস। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র সহ কলকাতা পুলিশের একাধিক শীর্ষ কর্তারা।

তিনি এদিন জানিয়েছেন করোনা আবহে পুলিশ দিবস পালিত হলেও সেই ভাবে মহাসমারোহে পুলিশ দিবস পালিত হওয়া সম্ভব হয়নি। তবে বিভিন্ন শপিং মল,

মাল্টিপ্লেক্স সহ শহরের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে পুলিশ দিবস এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের কাছ থেকে পুলিশ দিবসের শুভেচ্ছা বার্তা তারা পেয়েছেন ।

এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা শুভেচ্ছাবার্তা পেয়েছেন বলে জানান তিনি। তিনি সমস্ত পুলিশকর্মীদের পক্ষ থেকে সমস্ত কর্তব্যরত পুলিশ অফিসার, হোম গার্ড,

সিভিক ভলিন্টিয়ার এবং যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের সবাইকে পুলিশ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ।পাশাপাশি তিনি জানিয়েছেন যেহেতু এখনও করোনা চলছে তাই মানুষ যেন অতি সজাগ ও সতর্ক থাকেন।

প্রত্যেক মানুষ যেন মাস্ক পরিধান করেন। যদি কোন ব্যক্তির করোনার দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে থাকে তার মানে এই নয় তিনি করোনামুক্ত হয়ে গেছেন। সামনে পুজো আসছে সমস্ত দোকানে দোকানে মানুষের ভিড় জমেছে।

তাই ক্রেতা-বিক্রেতা সবাইকে তিনি সতর্ক বার্তা করেছেন। সবাই যেন মাস্ক পরিধান করেন ।এছাড়া কোন ভিড় জায়গা মানুষ যেনো না যায় সেদিকটাও তিনি আরো একবার সতর্ক করেছেন।

পাশাপাশি গতকাল যে এসিড হামলার ঘটনা ঘটেছে অতি মর্মান্তিক বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন অ্যাসিড অনেক দরকারি বিক্রি করা হয়।

তাই এই রকম ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখা উচিত। কোন ব্যক্তি কি কারণে এসিড কিনছে সেই দিকটা লক্ষ্য রাখা উচিত। তাদের ডিটেকটিভ সেদিকে লক্ষ্য রাখছে।

তবে বর্তমান সময়ে সাইবার ক্রাইম ভীষন ভাবে বেড়ে চলেছে। সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য টিম সাইবার টিম।

প্রত্যেকদিন বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে। ব্যাংক এটিএম কলসেন্টার বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে। তাই তাদের সাইবার সেল অতি সক্রিয় হয়ে আছে বলেও তিনি জানিয়েছেন।

ইতিমধ্যে অনেক জনকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করবে বলেও তিনি জানিয়েছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *