গাড়ি চালানোর সময় হেলমেট না পড়ায় গাড়ির চালককে জরিমনা করল পুলিশ

গাড়ি চালানোর সময় হেলমেট না পড়ায় গাড়ির চালককে জরিমনা করল পুলিশ

ব্যুরো রিপোর্ট:  বাইক চালানোর সময় হেলমেট না পরলে সাধারণত আরোহীকে জরিমানা করে থাকে পুলিশ। কিন্তু, গাড়ি চালানোর সময় হেলমেট না পড়ায় গাড়ির চালককে জরিমনা করার কথা শুনেছেন কোনওদিন?

এমনই ঘটনা ঘটেছে পাটনাতে।জানা গিয়েছে, গাড়ি করে পাটনা হাইকোর্টের দিকে যাচ্ছিলেন আইনজীবী প্রকাশচন্দ্র আগরওয়াল। সেই সময় কঙ্করবাগ মোড়ের কাছে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখতে চান কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ।

কিন্তু, কাগজ পত্র ঠিক থাকা সত্বেও ওই আইনজীবীকে ট্রাফিক পুলিশ জরিমানা করে বলে অভিযোগ।এর পরেই ট্রাফিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ওই আইনজীবী। অবশ্য পুলিশের এই বিষয়ে কিছু জানায়নি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *