ব্যুরো রিপোর্ট: আফগানিস্তানে তালিবান-রাজ শুরু হওয়ার পর সেখানে সঙ্গীত নিষিদ্ধ করেছে তারা। এর পর একের পর এক শিল্পীকে খুনের অভিযোগ উঠেছে তালিবানের বিরুদ্ধে।
কৌতুক শিল্পী নাজার মহম্মদের পর এবার আন্দারাব উপত্যকার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ফাওয়াদ আনদারাবিকে খুনের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।
এমনটাই স্থানীয় এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন আফগানিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী আনদারাবি।
সূত্রের খবর, গত শনিবার নিজের বাড়ি থেকে ফাওয়াদ আনদারাবিকে টেনে বার করে এনে খুন করে তালিবান জঙ্গিরা। শুধু তাই নয়
গত জুলাইমাসে কৌতুক শিল্পী নাজার মহম্মদকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তালিবানের বিরুদ্ধে।
অবশ্য তারা এই অভিযোগ অস্বীকার করেছিল। তার পর ফের একবার আরও এক শিল্পীকে খুনের অভিযোগ উঠল তালিব জঙ্গিদের বিরুদ্ধে।