রাজ্যের উত্তর ২৪ পরগণা ও মালদহে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে

রাজ্যের উত্তর ২৪ পরগণা ও মালদহে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে

ব্যুরো রিপোর্ট:  উত্তর ২৪ পরগণা ও মালদহে প্রাথমিক বিদ্যালয়ে ৭,১০৪ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য। সোমবার সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। তাতে যেমন নয়া পদ তৈরি করা হবে, তেমনই প্রায় ৪,০০০ শূন্যপদ পূরণ করা হবে। পূরণ করা হবে ৩,৯২৫ টি শূন্যপদ।

বাকি ৩,১৭৯ টি পদ তৈরি করা হবে। সেইসঙ্গে দুর্নীতির অভিযোগে লাগাম টানতে তিনি জানিয়েছেন, উচ্চশূন্যপদ পূরণের জন্য শুধুমাত্র প্যানেলভুক্ত প্রার্থীদের বিবেচনা করবে রাজ্য। এমনিতে সেই নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হয়েছিল ২০০৯ সাল থেকে।

অবশেষে কিছুটা নিয়োগের পথ প্রশস্ত হওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ।একটি মহলের দাবি, প্রায় ৩১,০০০ জন এমন প্রার্থী আছেন, যাঁরা ২০১৪ সালের টেটে পাশ করেছেন।

সেইসঙ্গে দু’বছরের ডিএলএড প্রশিক্ষণ আছে। তাঁদের নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ৫০ শতাংশের কিছুটা বেশি পদে নিয়োগ করা হয়েছে। বাকি শূন্যপদও দ্রুত পূরণের দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা।

https://www.youtube.com/embed/t7mXpdlLkug উল্লেখ্য, গত জুলাইয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০,৫০০ প্রাথমিক শিক্ষককেও পুজোর আগেই নেওয়া হবে। পুজোর আগেই তাঁরা চাকরি পাবেন। আগামী বছর মার্চের মধ্যে প্রাথমিক স্কুলে আরও ৭,৫০০ শিক্ষক চাকরি পাবেন। সেইসঙ্গে কড়া বার্তা দিয়েছিলেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও লবিবাজি চলবে না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *