ব্যুরো রিপোর্ট: ৪১ বছর পর অলিম্পিকের হকি ইভেন্ট থেকে পদক জিতেছে ভারতীয় হকি দল। সেই খেলার জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষ্যে ওই সফলতার কথা ফের তুললেন ভারতের প্রধানমন্ত্রী।
বললেন যে এ সময়ে কিংবদন্তি জীবিত থাকলে ভারতীয় হকির পুনরুত্থান দেখে আনন্দ পেতেন। একই সঙ্গে দেশের ক্রীড়াক্ষেত্রে আসা নতুন জোয়ার ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হকি লিজেন্ডের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন বলে মনে করেন মোদী।
মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে দেশে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। সেই পুণ্যতিথিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের অনেকটা অংশ জুড়ে দেশের ক্রীড়াক্ষেত্রের নবজাগরণের কথা উল্লেখ করা হয়।
সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে নিজেদের পুরনো সব রেকর্ড ভেঙেছে ভারত। অলিম্পিকের অ্যাথলেটিক্স থেকে দেশের জন্য প্রথম সোনা জিতে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া। ক্রীড়ার প্রতি দেশের তরুণ প্রজন্মের আকাঙ্খা ও
১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালের অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের অন্যতম সদস্য মেজর ধ্যানচাঁদ এ দেশের ক্রীড়াক্ষেত্রের অন্যতম দিকদ্রষ্টা। সেই কিংবদন্তিকে সম্মান প্রদর্শনে বেশ কিছু বছর ধরেই ২৯ অগাস্টকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
সম্প্রতি দেশের খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয়। অতি সম্মানজনক ক্রীড়া সম্মানের সঙ্গে মেজর ধ্যানচাঁদের নাম জুড়ে দেওয়া হয়। তা নিয়ে তর্ক-বিতর্কের আবহেই হকির জাদুকরের ওপর নিজেদের আনুগত্য প্রকাশ করেই চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।
রবিবারের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াক্ষত্রের অগ্রগতির কথা আরও একবার তুলে ধরেছেন। ক্রীড়ার দেশের যুব সমাজের আকর্ষণকেই এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন নরেন্দ্র মোদী।
তিনি মনে করেন, সবার ঐকান্তিক প্রচেষ্টাতেই আগামী দিনে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের আরও উত্থান ঘটবে। ১৫ অগাস্ট উপলক্ষ্যে দিল্লির লালকেল্লার ভাষণে ‘সবকা প্রয়াস’র কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।
সেই প্রসঙ্গ টেনে দেশের তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলার সঙ্গে জড়িয়ে পড়ার আবেদন জানিয়েছেন মোদী। দেশের সব প্রান্তে ক্রীড়ার সুস্থ ও উন্নত পরিবেশ তৈরি করাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
টোকিও অলিম্পিকের সাফল্যে থেমে না গিয়ে আরও ওপরে ওঠার জন্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, টোকিও যে ভারতীয় অ্যাথলেটিক্সে যে গতি সঞ্চারিত হয়েছে, তা আগামী প্রজন্মকে বয়ে নিয়ে যেতে হবে।
এর জন্য দেশের প্রতিটি পরিবার, গোষ্ঠী, সম্প্রদায় এবং সমাজকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী। দেশের যুব সমাজকে বিশ্বমঞ্চ সফল হওয়ার স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিতও করেছেন প্রশাসনিক প্রধান।