ব্যুরো রিপোর্ট: আয়ুষ্মান ভারত ডিজিটাল প্রকল্প’ চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিককে দেওয়া হবে স্বাস্থ্য পরিচয়পত্র।
শরীরে কী রোগ আগে ছিল বা এখন কি রোগ বাসা বেঁধে আছে তার সব তথ্য থাকবে এই পরিচয়পত্রে। প্রধানমন্ত্রী সোমবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন, ‘আজ একটি খুব গুরুত্বপূর্ণ দিন।
গত সাতবছর ধরে দেশের স্বাস্থ্য সুবিধা জোরদার করার অভিযান চালানো হচ্ছে। আজ সেই অভিযানের একটি নতুন পর্ব শুরু হল। এটি একটি অসাধারণ পর্ব হতে চলেছে।
‘পাশাপাশি তিনি বলেন, ‘তিন বছর আগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে, আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করা হয়েছিল।
আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসার সুবিধা মেলায় গরিবদের সুবিধা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে বদলে দিয়েছে এই প্রকল্প। চিকিৎসা নিয়ে গরিব-মধ্যবিত্তদের যাবতীয় চিন্তা দূর হয়েছে।
তাঁদের সুবিধার কথা মাথাই রেখেই এবার চালু হচ্ছে ডিজিটাল হেলথ কার্ড। সবাই হেলথ আইডি পাবেন। ওই আইডির মাধ্যমেই তাঁর যাবতীয় রেকর্ড সরকারের কাছে নথিভুক্ত থাকবে।‘