ব্যুরো রিপোর্ট: কালীপুজোতে যাতে বাজি ফাটানো না হয়, তার উপর নিষেধাজ্ঞা চেয়ে কলকাতা হাইকোর্টে হল জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়ে বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখার্জির ডিভিশন বেঞ্চ।
ভ্যাকেশন বেঞ্চে হবে এই মামলার শুনানি। করোনার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। ফলে কালীপুজোর সময় বাজি পোড়ানো হলে শ্বাসকষ্ট বাড়তে পারে।
কোভিডের কারণে গত বছরও বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এমনকি গত বছর গোটা পুজোর মরশুমে বাজি নিষিদ্ধ করেছিল হাইকোর্ট।
চলতি বছর যাতে সেই নিষেধাজ্ঞা জারি রাখার হয় সেই আবেদন করা হয়েছে আদালতে। আগামী সপ্তাহে হবে এই মামলার শুনানি। এখন দেখার বিষয় গত বছরের মতো চলতি বছরেও নিশেধাজ্ঞা জারি থাকে কি না।