‘প্রেস’, ‘আর্মি’ স্টিকার গাড়িতে লাগাতে হলে দিতে হবে প্রমাণ? নাহলে জরিমানা

‘প্রেস’, ‘আর্মি’ স্টিকার গাড়িতে লাগাতে হলে দিতে হবে প্রমাণ? নাহলে জরিমানা

ব্যুরো রিপোর্ট:  সংবাদমাধ্যমের সঙ্গে কোনওভাবেই জড়িত নন। অথচ গাড়িতে লেখা ‘প্রেস’। মামা বা কাকা সেনাকর্মী। তাই ভাগ্নে-ভাইপোর মোটরবাইকে লেখা ‘আর্মি’। এমন ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার এমন আরোহীদের বিরুদ্ধে তৎপর হল প্রশাসন।

এবার পেশার সাথে যুক্ত না থাকলে বা প্রমাণ দেখাতে না পারলে নির্দিষ্ট চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে মালদহের ট্র্যাফিক পুলিশ। অনেকেই সহজে পার্কিং, ট্র্যাফিক পুলিশের চেকিং এড়ানো এমনকী সামাজিক স্বীকৃতির লোভে গাড়িতে বিভিন্ন স্টিকার লাগিয়ে ঘোরেন।

এমনটা করলে এবার থেকে কড়া আইনি পদক্ষেপ নেবে পুলিশ।মালদহের ট্র্যাফিক ইনস্পেক্টর শান্তিনাথ পাঁজা বলেন, ‘ব্যক্তিগত গাড়িতে পুলিশ, বিএসএফ, সিআরপিএফের ট্র্যাফিক লাগিয়ে চলাফেরা করেন অনেকে।

এমন ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট কোনও যোগ না পেলে এবার থেকে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’ তাই এবার থেকে এমনটা করলে হাজতবাস সাথে মোটা টাকার জরিমানা অনিবার্য। এমন ভুয়ো স্টিকার মেরে ঘোরা ব্যক্তিদের কম করে অন্তত ৯০ দিন মোটরসাইকেল চালাতে দেওয়া হবে না।

স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হবে সংশ্লিষ্ট ব্যাক্তির লাইসেন্সও। পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, এই সিদ্ধন্ত সাময়িক নয়।

আগামিদিনেও এমন ভুয়ো স্টিকারধারীদের বিরুদ্ধে নজরদারি চালানো হবে। প্রামাণ্য নথি দেখাতে না পারলেই সংশ্লিষ্ট ব্যাক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন আধিকারিকরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *