ব্যুরো রিপোর্ট: করোনা অতিমারির মধ্যে গত বছরে পুজো মণ্ডপে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবারেও রাজ্যের তরফে জানানো হয়, আদালত মণ্ডপে নো-এন্ট্রি রাখার নির্দেশ দিলে রাজ্য সরকার তাতে আপত্তি করবে না।
ফলে এবারেও মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। বাইরে থেকেই তাঁদেরকে প্রতিমা দর্শন করতে হবে। গত বাড়েও করোনা অতমারির কারণে মণ্ডপে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।
গতবারের নিষেধাজ্ঞা চলতি বছরে পুজোর সময় জারি থাকবে বলে জানানো হয়েছে। এর ফলে শুধু মাত্র দুর্গা পুজো নয়, কালী পুজোর মণ্ডপও দর্শক শূন্য থাকতে চলেছে।
রাজ্যে এখনও চলছে করোনা বিধিনিষেধ। শুক্রবার,৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেই বিধিনিষেধ জারি ছিল। তবে বৃহস্পতিবার নতুন বিজ্ঞপতি জারি করে পুজোর সময় কিছুটা ছাড় দিয়েছে রাজ্য সরকার। তবে ছাড় দিলেও মায়ের দর্শন করা যাবে মণ্ডপের বাইরে থেকেই।