ব্যুরো রিপোর্ট: টোকিয়ো অলিম্পিক্সে চিনের প্রতিপক্ষ হারিয়ে ব্রোঞ্জ জিতে নিলেন পি ভি সিন্ধু। স্ট্রেট গেমে চিনের হি বিংজিয়ায়োকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করলেন তিনি। সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দ্বিতীয় পদক জিতলেন সিন্ধু।
ব্রঞ্জ মেডেলের এই লড়াই চলে ৫৩ মিনিট ধরে। প্রথম গেমে চিনের হি বিংজিয়ায়োকে ২১-১৩ ব্যবধানে হারিয়ে দেন সিন্ধু। দ্বিতীয় গেমে চিনের প্রতিপক্ষ কিছুটা লড়াই চালালেও, অবশেষে ২১-১৫ ব্যবধানে ভারতীয় শাটলারের কাছে হার মানতে হয় তাঁকে।
রিও অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন সিন্ধু। তবে এবারের অলিম্পিক্সে রুপো ও সোনার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে ব্রোঞ্জ জয়ের জন্য মরিয়া ছিলেন ভারতীয় শাটলার।