ব্যুরো রিপোর্ট: ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে টি২০ বিশ্বকাপের পরেই মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। এর পরেই কোচ হিসেবে ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে দেখা যেতে পারে বলে জল্পনা চলছিল।
তবে সূত্রের খবর, দ্রাবিড়কে হয়তো ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যাবে না। কারণ ফের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে কোচের পদের জন্য আবেদন করেছেন তিনি।
এনসিএ-তে কোচ হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিসিআই। অবশ্য এই পদে দ্রাবিড় ছাড়া আর কেউ আবেদন করেননি। সূত্রের খবর, দ্রাবিড় এই পদে আবেদন করে থাকলে এনসিএ-এর কোচ তিনিই হবেন।
শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে দেখা গিয়েছিল দ্রাবিড়কে। এর পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, রবি শাস্ত্রীর পর দ্রাবিড়ই হবেন জাতীয় দলের কোচ।