রেলে ভাড়া বৃদ্ধি হতে চলেছে ঘুর পথে! টিকিটের দামের সঙ্গে যুক্ত হবে ‘এই’ বিশেষ ফি

রেলে ভাড়া বৃদ্ধি হতে চলেছে ঘুর পথে! টিকিটের দামের সঙ্গে যুক্ত হবে ‘এই’ বিশেষ ফি

ব্যুরো রিপোর্ট:  করোনা কালে বেশ কিছু দিন দুরপাল্লার ট্রেনে যাত্রীদের বাড়তি মাশুল দিতে হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে অবশ্য এই মাশুল প্রত্যাহার করা হয়। তবে এবার রেলের ভাড়া ঘুরপথে বৃদ্ধিতে সিলমোহর রেলবোর্ডের ।

যে স্টেশন থেকে যাত্রী ট্রেনে উঠবেন, সেই স্টেশনের উন্নয়নের নামে এই ফি আদায়ের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে কোনও নির্দিষ্ট স্টেশনে যাঁরা নামবেন, তাঁদের থেকেই এই একই ধনের লেভি আদায়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

কোনও স্টেশনের টিকিট বুকিং-এর সময়েই ওই ফি ভাড়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে। অনলাইনেই হোক কিংবা স্টেশন থেকে টিকিট কাটাই হোক সব ক্ষেত্রেই যাত্রীর ওপরে লেভি যুক্ত হয়ে যাবে।

নির্দিষ্ট স্টেশনের ক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিটের দামও ১০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলবোর্ডের তরফে।যাত্রী পিছু লেভি আদায়ের ক্ষেত্রে এই প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে।

যেখানে সব ধরনের এসি টিকিটের ক্ষেত্রে যাত্রী পিছু ৫০ টাকা, স্লিপার ক্লাসে যাত্রী পিছু ২৫ টাকা এবং সর্বনিম্ন অসংরক্ষিত যাত্রীদের ক্ষেত্রে ১০ টাকা করে লেভি ধার্য করা হয়েছে।

তবে শহরতলির যাত্রীদের এই ধরনের কোনও ফি দিতে হবে না।রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, জোনাল রেলেও বিভিন্ন স্টেশনের তরফে রেলের কমার্শিয়াল ইউনিটকে এব্যাপারে জানাতে হবে।

স্টেশনের কতটা উন্নয়ন প্রয়োজন কিংবা নতুন করে উন্নয়নের কোনও প্রয়োজন আছে কিনা। পাশাপাশি কমে থেকে এই ফি লাগু করা হবে সেই দিনও জানাতে হবে।

তবে নির্দিষ্ট দিনের ১২০ দিন আগে কোনও নির্দিষ্ট স্টেশনের ক্ষেত্রে জানা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।রেলবোর্ডের তরফে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর থেকে বেসরকারি বিভিন্ন সংস্থা রেলের বিভিন্ন স্টেশনের উন্নয়নে অংশ নেবে।

রেলমন্ত্রকের আশা এক্ষেত্রে অনেকগুলি বেসরকারি সংস্থার সাড়া পাওয়া যাবে। তবে কোনও স্টেশনে সরকারি প্রকল্পের ক্ষেত্রে টাকা দেবে বেলমন্ত্রকই।স্টেশনের উন্নয়নের নামেই হোক কিংবা যাত্রীদের ওপরে লেভি আদায়, যাই বলা হোক না কেন, রেলের ভাড়া বৃদ্ধি পাবে।

উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও এক যাত্রী শিয়ালদহ কিংবা হাওয়া থেকে নতুন দিল্লির টিকিট কাটলেন। সেই সময় নির্দিষ্ট টিকিটের ওপরে দুটি স্টেশনের ফি যুক্ত হয়ে যাবে।

তবে কোনও যাত্রী যদি কোনও অনামী স্টেশন থেকে নতুন দিল্লি কিংবা মুম্বইয়ের টিকিট বুক করেন, তাহলে এই ফি অর্ধেক হবে। সূত্রের খবর অনুযায়ী, প্রথম পর্যায়ে ৫০ টি স্টেশনের ক্ষেত্রে এই ধরনের ফি ধার্য হতে চলেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *